Trending

পাহাড়ে মহিলাদের নিরাপত্তার স্বার্থে এবার বড়সড় পদক্ষেপ নিল দার্জিলিং জেলা পুলিশ। তৈরি করা হল উইনার্স টিম। টিমে রয়েছেন ৩০ জন মহিলা পুলিশকর্মী। পাহাড়ে ঘুরতে আসা মহিলা পর্যটকদের পাশাপাশি পাহাড়ের গ্রামীন এলাকার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করবে এই উইনার্স টিম। শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলার উইনার্স দলের সূচনা করেন রাজ্যের এডিজি তথা উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রতাপ সিং এবং দার্জিলিং রেঞ্জের ডিআইজি অমিত পি জাভালগি। পাশাপাশি উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর ও কালিম্পংয়ের পুলিশ সুপার অপরাজিতা রাই সহ অন্যান্যরা।
২০২০ সালে উইনার্স টিম তৈরি করেছিলেন পুলিশ কমিশনার গৌরব শর্মা। মহিলাদের নিরাপত্তার স্বার্থে তৈরি করা প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীদের ওই দল প্রশংসা কুড়িয়েছিল মুখ্যমন্ত্রীর। তার পরেই এবার দার্জিলিং ও কালিম্পং জেলার পুলিশ আধিকারিকরা পর্যটনস্থল সহ পাহাড়ে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নেন। সেই মতো এদিন সূচনা করা হয় এই দলের।
পাহাড়ে মহিলা পর্যটকদের সুরক্ষা সবসময়ই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তাছাড়া পাহাড়ের প্রত্যন্ত গ্রামীন এলাকাতেও চটজলদি ঘটনাস্থলে পৌঁছানো যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। সেদিক থেকে এই মহিলা পুলিশ কর্মীদের বিশেষ দল দারুন কার্যকরী হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। বিশেষ করে পর্যটনকেন্দ্রগুলিতে অশালীন আচরণ, ইভটিজিং, কটুক্তি, শ্লীলতাহানির মতো ঘটনা অনেকটাই কমবে। নিশ্চিত হবে পাহাড়ে মহিলাদের নিরাপত্তা।
অরূপ পোদ্দার
শিলিগুড়ি