Daily
বি পি এন ডেস্কঃ দেশের উন্নয়নের জন্য এবারের বাজেটে বিশেষ নজর ছিল রাস্তা সংস্কার এবং নির্মাণ খাতে। ইন্ডিয়ান রোড ইন্ডাস্ট্রির একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে, নভেম্বর ২০২০ সাল পর্যন্ত ভারতে সড়ক রয়েছে কিলোমিটার হিসেবে ৫.৮৯ মিলিয়ন যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। দেশের মোট পণ্য পরিবহনের ৬৪.৫% ব্যবহার হয় সড়কের মাধ্যমেই। এবং যাতায়াতের জন্য ৯০% রাস্তা ব্যবহার করেন যাত্রীরা। সড়ক ব্যবহারে ভারতের আগে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। সুতরাং এটা স্পষ্ট যে সড়ক আমাদের দেশে যোগাযোগ তৈরির অন্যতম প্রধান মাধ্যম।
কিন্তু জুটোবি নামক একটি আন্তর্জাতিক সংস্থা জানাচ্ছে একেবারে ভিন্ন তথ্য। সম্প্রতি ৫৬টি দেশের ওপর সমীক্ষা চালিয়ে জানা গিয়েছে, গোটা বিশ্বে বিপজ্জনক রাস্তার ক্ষেত্রে ভারতের ঠাঁই হয়েছে তালিকায় চার নম্বরে। এবং প্রথম স্থানেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে তাইওয়ান এবং তৃতীয় স্থানে আমেরিকা। অন্যদিকে, সবচেয়ে নিরাপদ রাস্তা রয়েছে নরওয়েতে। তারপরেই জাপান এবং সুইডেন।
২০২০-২১ অর্থবর্ষে বাজেটে সড়ক এবং ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ৪৮,৭৭৭ কোটি টাকা। সড়ক খাতে যখন এমন একটি বিরাট অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে, তখন বিপজ্জনক সড়কের তালিকায় ভারতের চার নম্বরে অবস্থান স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে মোদী প্রশাসনকে।