Daily
আধুনিক ভারত গঠনে বদ্ধপরিকর ভারত সরকার। আর সেটা যাতে সহজেই সম্ভব হয়, তাই যোগাযোগ ব্যবস্থাকেই পাখির চোখ করেছেন তারা। সেই লক্ষ্যকে সামনে রেখেই এবার পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত ও মসৃণ করতে এগিয়ে এল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি উত্তর দিনাজপুরের জেলার বহু প্রতীক্ষিত ডালখোলা রায়গঞ্জ ফোর লেন হাইওয়ে এবং ডালখোলা বাইপাসের ফোর লেন হাইওয়ের নির্মাণকাজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গডকরি। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
এই হাইওয়ে নির্মাণের ফলে একদিকে এমন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যাবস্থা আরও উন্নত হবে, তেমনই অন্যদিকে যাতায়াতের সময়ও অনেক কমে যাবে। ফলে পণ্যপরিবাহী লরি, যেগুলো প্রায় ১৪-১৫ঘণ্টা জ্যামের কারণে রাস্তায় আটকে থাকত, এই হাইওয়ে তৈরি হয়ে গেলে তারা সহজেই গন্তব্যে পৌঁছতে পারবে। এছাড়াও এই রাস্তা নির্মাণের ফলে আন্তর্জাতিক সীমানা পর্যন্ত পৌঁছনো সহজ হবে এবং প্রতিবেশি দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়বে। আর একটা হাইওয়ে যে পর্যটন ব্যবসার গতিকে কতটা বাড়িয়ে দিতে পারে, সেটা তো আন্দাজ করাই যায়। ফলে কর্মসংস্থান মানচিত্রে উত্তর দিনাজপুর জেলা একটা অন্য মাত্রা পাবে বলে আশা করা যায়।
সূত্র মারফৎ জানা গিয়েছে, রায়গঞ্জ-ডালখোলা ফোরলেন হাইওয়ের নির্মাণপিছু খরচ হয়েছে ৯৬২ কোটি টাকা। আর ডালখোলা বাইপাসের জন্য খরচ হয়েছে ১২০ কোটি টাকা। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের এই উদ্বোধনী মঞ্চ থেকে আগামীদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরও অনেক জনমুখী প্রকল্পের পরিকল্পনার কথা বলেন সাংসদ দেবশ্রী চৌধুরী। বহুপ্রতীক্ষিত এই প্রকল্পের শুভ সূচনা হওয়ায় খুশী উত্তর দিনাজপুরবাসী।
অনুপ জয়সওয়াল
উত্তর দিনাজপুর