Market
রেকর্ড গড়ল শেয়ার বাজার। সূচক পৌঁছল ৬০ হাজারের ঘরে। ১৭ হাজারে পৌঁছে নতুন মাইলস্টোন তৈরি করল নিফটি। একইসঙ্গে সেনসেক্সের বৃদ্ধি হয়েছে ১.৬৮%। আর তারপরেই ইতিহাস তৈরি হল দালাল স্ট্রিটে।
১৯৯০ সালে সেনসেক্সের সূচক পৌঁছয় ১০০০ পয়েন্টে। এরপর ২০২১। তিরিশ বছরের ব্যবধানে সর্বকালীন রেকর্ড গড়ে সূচক পৌঁছল ৬০ হাজারে। তবে শেয়ার বাজারে এই উত্থানের জন্য বিভিন্ন সংস্থার শেয়ার বৃদ্ধিও হয়েছে নজিরবিহীন। লাভবান হয়েছে যেমন এসবিআই, বাজাজ ফিনসার্ভ তেমনই বিভিন্ন কর্পোরেট সংস্থার শেয়ারের মূল্যবৃদ্ধিও হয়েছে ভালোরকম। তার মধ্যে অন্যতম ইনফোসিস। এই সংস্থার শেয়ার বেড়েছে এক ধাক্কায় ২ শতাংশ।
অতিমারির কোপ পড়ার পর দেশের অর্থনীতি পৌঁছে গিয়েছিল একেবারে তলানিতে। চাঙ্গা ছিল না শেয়ার বাজার। অর্থনীতিতে ব্যপক সংকোচন পড়ার পর সেই ছবিই প্রতিফলিত হয়েছিল দালাল স্ট্রিটে। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদল হতে থাকে পরিস্থিতির। অবশেষে নতুন উচ্চতায় পৌঁছল শেয়ার বাজার। আর্থিক বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজারের এই রেকর্ড সৃষ্টি আসলে বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতকেই আরও স্পষ্ট করছে।
ব্যুরো রিপোর্ট