Market
বাড়ছে সূচক। চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার। সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির মধ্যে যা নিঃসন্দেহে নিয়ে এসেছে আশার আলো।
সোম, মঙ্গল এবং বুধ পরপর তিনদিন সেনসেক্স থাকল ঊর্ধ্বমুখী। বুধবার সেনসেক্স বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৯০ পয়েন্টে।
আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, অ্যাক্সিস ব্যাঙ্কের মত সংস্হাগুলির শেয়ার থেকেছে ঊর্ধ্বমুখী। এই ক’দিনে লগ্নিকারীদের সম্পদ বেড়েছে ৬.৩৯ লক্ষ কোটি টাকা।
দেশ যখন সংক্রমণের ভয়াবহ দৃশ্য দেখছে, তখন শেয়ার বাজারের উত্থানের কারণ হিসেবে উঠে এসেছে অনেকগুলি কারণ। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হল তিন দিন ধরে ডলারের সাপেক্ষে বেড়েছে টাকার দাম। মহারাষ্ট্রে কমেছে সংক্রমণের হার। তবে যেসব লগ্নিকারী শেয়ার বিক্রি করে রেখেছেন, সেগুলি কেনার জন্য অনেকেই তাকিয়েছেন বাজারের দিকে।
যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, সূচকের উত্থান হলেও এর মধ্যে মিশে রয়েছে কৃত্রিমতা। ফলে, বাজার ঝুঁকিহীন যে নেই, সেটা এখনও বলা যাবে না।
ব্যুরো রিপোর্ট