Daily

করোনা পরিস্থিতির জেরে গত ১৫ মে বন্ধ হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। অবশেষে মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে আজ আবারও খুলে গেল মন্দিরের দরজা। ঘটনাচক্রে আজ আবার জগন্নাথদেবের স্নানযাত্রা।
করোনার গ্রাফ কিছুটা কমে আসায় দর্শনার্থীদের অনুরোধেই ভবতারিণী মায়ের মন্দিরে প্রবেশ করা সম্ভব হচ্ছে আজ সকাল থেকেই। কিন্তু কর্তৃপক্ষ বেঁধে দিয়েছে কঠোর বিধি নিষেধ। ভক্তদের জন্য মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। মন্দিরে পুজো দেওয়া যাবে। কিন্তু প্রসাদ ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশে জারি নিষেধাজ্ঞা। ফুল, সিঁদুর-ইত্যাদির ব্যবহার করা যাবেনা। মন্দিরে প্রবেশ এবং বাহিরে যাবার সব ব্যবস্থা করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে আজ সকাল থেকে খুব একটা পুণ্যার্থীদের ভিড় চোখে পড়েনি। কিন্তু দেবীদর্শন করে আগত পুণ্যার্থীরা জানিয়েছেন, তাঁরা আপ্লুত।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা