Daily

সম্প্রতি একটি নির্দেশিকার ছবি ছড়িয়ে পরে বিভিন্ন মাধ্যমে। সেখান থেকে অনেকেই অনুমান করেছিল, চলতি বছরেই এই নিয়ে দ্বিতীয়বার মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এমনকি অনেক যায়গায় এই খবরটাও রটে ছিল যে, ডিএ ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। কিন্তু সেই আশায় জল ঢালল কেন্দ্র।
সম্প্রতি বিভিন্ন সোশাল মিডিয়ায় একটি মেমরান্ডাম ছবি ঘোরাফেরা করছিল। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতা ৩৪ শতাংশ থেকে বেড়ে নাকি ৩৮ শতাংশ হয়ে যাবে। এমনটাই উল্লেখ ছিল সেখানে। সেখানে আরও বলা ছিল যে, সেই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে ১ জুলাই থেকে। কিন্তু একটি টুইটে ওই চিঠিকে ভুয়ো বলে উল্লেখ করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এরকম কোনও নির্দেশিকা জারি হয়নি।
সাধারণত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয় মূল্যবৃদ্ধির উপর নির্ভর করে। চলতি বছরে ইতিমধ্যেই একবার বৃদ্ধি পেয়েছে এই ভাতা। অনেক বিশেষজ্ঞরা অনুমান করছেন, পুজোর আগে হয়তো আরেকবার বাড়তে পারে মহার্ঘ ভাতা। কিন্তু এই বিষয়ে কেন্দ্র এখনও কোনো নির্দেশিকা পেশ করেনি।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ