Daily
বুধবার থেকেই দক্ষিণবঙ্গে জুড়ে শুরু হতে চলেছে ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত এবার আরও শক্তি বৃদ্ধি করবে। তারপর সেটি পরিণত হবে নিম্নচাপে। যেটুকু জানা যাচ্ছে, শুক্রবার সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলত শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বইবে তীব্র ঝোড়ো হাওয়া। এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর বিষয়টা আরও খোলসা করেছে।
আলিপুর আবহাওয়া দফতর মারফৎ জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবার সমূহ সম্ভাবনা রয়েছে বুধ থেকেই। বৃষ্টির সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে দেখা যাবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সমস্ত জেলতেই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ হবে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ একটু কমলেও শনিবার থেকে ফের বৃষ্টিপাত আরও জোরালো হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে উপকূলবর্তী জেলাগুলোতে অতিমধ্যেই সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। মৌসম ভবন বলছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাবধান করা হয়েছে ঐ জেলাগুলিকে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনাও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাই যে সকল মৎস্যজীবীরা এখন সমুদ্রে রয়েছেন, ২৩ তারিখের মধ্যে তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মৎস্যজীবীদের বলা হয়েছে, শুক্রবার থেকে তাঁরা যেন আর সমুদ্রে না যান।
এখানেই বলি, পূর্ব বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে আর অন্যদিকে, উত্তরপ্রদেশ-বিহার-বাংলা হয়ে বাংলাদেশ পর্যন্ত যে বিস্তৃত অক্ষরেখা গিয়েছে, তার প্রভাবেই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বলা হচ্ছে, ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। পরিণত হবে নিম্নচাপে। সেই নিম্নচাপ আরও শক্তিবৃদ্ধি করে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রেমাল। যার অর্থ বালি। রেমাল শব্দটি এসেছে আরবি থেকে। যদিও একটা বিষয়, আলিপুর আবহাওয়া দফতর এখনো পুরোপুরি নিশ্চিত নয় যে, ঘূর্ণিঝড় তৈরি হবেই। এমনকি ঘূর্ণিঝড় হলে সেটা বঙ্গ উপকূলে আছড়ে পড়বে নাকি অন্য দিকে তার অভিমুখ থাকবে সেই বিষয়েও এখনো কিছু খোলসা করতে পারে নি হাওয়া অফিস। এদিকে ২৫ মে ষষ্ঠ দফার নির্বাচন। তাই কিভাবে ষষ্ঠ দফার নির্বাচন করা যায় সেটা নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন। তাই বুধবার এই নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বৈঠকে উপস্থিত থাকবেন বিপর্যয় মোকাবিলা দফতরের মুখ্য সচিন নিজেও।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ