Daily

বাংলা ক্রমশই হয়ে উঠছে ঘূর্ণিঝড় প্রবণ। তারই জেরে বারবার দুর্যোগের মুখে পড়তে হচ্ছে বাংলাকে। তৈরি হচ্ছে বন্যার মত ভয়ঙ্কর পরিস্থিতি। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণবঙ্গের ১৫টি জেলা। জানা গিয়েছে, ১৯৭০ থেকে ২০২০ সাল পর্যন্ত এই ৫০ বছরে ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা বেড়েছে ৫ গুণ।
উল্লেখ্য, বাংলায় ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া রয়েছে কলকাতা, হুগলী, হাওড়া এবং উত্তর ২৪ পরগনাও। জানা গিয়েছে, ভারতের পূর্ব উপকূলীয় বঙ্গোপসাগরে জলবায়ুর প্রভাব পড়ছে মারাত্মক। ফলে ঘূর্ণিঝড়ের প্রবণতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই ঘনঘন বৃষ্টি, বন্যা এমনকি খরাজনিত পরিস্থিতিও তৈরি ক্রমশ তৈরি হচ্ছে। তাই বাংলায় এখন যে ঝড়ই সৃষ্টি হচ্ছে তাই সুপার সাইক্লোনের রূপ নিচ্ছে। যা এককথায় বেশ আতঙ্কের।
তাই পরিবেশবিদদের পরামর্শ, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখতে হবে। প্রয়োজনে আরও গাছ ম্যানগ্রোভ অরণ্যের জমিতে রোপণ করতে হবে। বনাঞ্চল যদি সংরক্ষণ করা যায় তবেই প্রকৃতির এই দুর্যোগের হাত থেকে বাঁচবেন সাধারণ মানুষ।
ব্যুরো রিপোর্ট