Prime
Daily
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, দুর্যোগের আভাস বাংলায়?
By BPN DESK | April 5, 2022
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি।
যা এই মরশুমে হতে চলেছে প্রথম।
আবারও কি দুর্যোগের আভাস দেখবে বাংলা?
আজ ৫ এপ্রিল দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত।
আগামীকাল ঘূর্ণাবর্তের জেরে তৈরি হতে পারে নিম্নচাপ।
শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।
গভীর নিম্নচাপের অভিমুখ উত্তর পশ্চিম হয়ে এগোতে পারে দেশের পূর্ব উপকূলে।
সাধারণত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়। মার্চ-এপ্রিল মাসে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের অভিমুখ সাধারণত থাকে উত্তর-পূর্ব অভিমুখে। ২০১৯ সালের ৩ মে ফণী আছড়ে পড়ে উড়িষ্যায়। সেই ক্ষতির আঁচ লাগে বাংলার গায়েও। এবারেও কি তেমন কোন দুর্যোগের আভাস দেখবে বাংলা? যদিও আবহাওয়া দফতরের তরফ থেকে এখনো পর্যন্ত মেলেনি তেমন কোন পূর্বাভাস।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ