Daily
পূর্ব মেদিনীপুরের হলদিয়া। গোটা দেশে বিখ্যাত মাছ চাষের মডেল হিসেবেই। এখানকার বেশিরভাগ মানুষজনই মাছ চাষ কিংবা বিক্রির সঙ্গে যুক্ত। রোদ-জল, ঝড়বৃষ্টি- সমস্ত কিছু উপেক্ষা করে তারা বেরিয়ে পরেন মাছ ফেরি করতে। এলাকার এই প্রান্তিক মানুষগুলোর কষ্ট লঘু করতে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে একেবারে ব্যতিক্রমী পদক্ষেপ নিলো হলদিয়া ব্লক মৎস্য দপ্তর।
মাছ ব্যবসায়ীরা যেন কম পরিশ্রমে বেশি টাকা উপার্জন করতে পারেন, সেই উদ্দেশ্যেই এলাকার প্রায় ১৮ জন মাছ ব্যবসায়িকে সাইকেল এবং শীততাপ নিয়ন্ত্রিত বাক্স বিতরণ করে হলদিয়া ব্লক মৎস্য দপ্তর। গত ২১ মার্চ হলদিয়ার বিডিও অফিসের সামনে থেকে এই সাইকেল এবং শীততাপ নিয়ন্ত্রিত বাক্স বিতরণ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হলদিয়া মৎস্য দপ্তরের সাহায্যে হলদিয়া পঞ্চায়েত সমিতি এবং হলদিয়া উন্নয়ন ব্লকের পক্ষ থেকে এলাকার পুরুশ এবং মহিলাদের জেন্টস এবং লেডিস সাইকেল বিতরণ করা হয়।
ব্যবসায়ীদের জন্য দেওয়া এই সাইকেল এবং ৫০ লিটারের ইন্স্যুলেটেড বাক্স তাদের বাড়ি বাড়ি টাটকা মাছের জোগান দিতে সাহায্য করবে বলে মনে করেন হলদিয়া ব্লকের মৎস্য চাষ সম্প্রসারন আধিকারিক, সুমন কুমার সাহু।
সরকার তথা পঞ্চায়েতের থেকে সাইকেল এবং ইন্স্যুলেটেড বাক্স পেয়ে রীতিমত খুশি এলাকার ভ্রাম্যমান মৎস্য ব্যবসায়ীরা।
এদিনের এই সাইকেল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া ব্লকের বিডিও সঞ্জয় দাস, হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত কুমার হাজরা, মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাজি সহ প্রমুখরা। এলাকার মৎস্য ব্যবসায়ীদের আর্থিক উন্নয়নের স্বার্থে হলদিয়া ব্লকের মৎস্য দপ্তরের নেওয়া এই ব্যতিক্রমী পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।
প্রসূন ব্যানার্জি
পূর্ব মেদিনীপুর