Market
হাসি ফুটল স্বর্ণব্যবসায়ীদের মুখে। গত এক মাস ধরে সোনার দাম অল্প অল্প করে কমতে থাকায় আবারও উৎসবের মরশুমে ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। তাঁরা মনে করছেন, গ্রাহকদের মধ্যে সোনার চাহিদা ফিরে আসবে পুরনো ছন্দে। আগামী মাসের ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। তার আগে থেকেই সোনার বিক্রি যথেষ্ট লাভজনক জায়গায় পৌঁছতে পারবে।
ব্যবসায়ীরা বলছেন, যেহেতু বিধি নিষেধের গেরো এখন অনেকটাই আলগা হয়ে পড়েছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে টিকাকরণ ফলে সোনা কিনতে আবারও উৎসাহ দেখাচ্ছেন ক্রেতারা। আর সে কারণে সোনার দোকানগুলোতে আবারও পা পড়ছে ক্রেতাদের। তবে এই মুহূর্তে অবশ্য ক্রেতারা খুব ভারি গয়নার দিকে ঝুঁকছেন না। বরং এখন তাঁরা অপেক্ষাকৃত হাল্কা ওজনের সোনার গয়না কিনতেই বেশি উৎসাহী হয়ে পড়েছেন। তবে আতঙ্কের রেশ এখনও কাটেনি। উৎসবের মরশুম এসে পড়লেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে করোনার তৃতীয় ঢেউ। যা স্বর্ণব্যবসায়ীদের দুশ্চিন্তা বাড়াচ্ছে বৈ কমাচ্ছে না।
ব্যুরো রিপোর্ট