Jobs

৭টি গবেষক পদে নিয়োগ করতে চলেছে ভোপালের CSIR AMPRI। আবেদন করা যাবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ২৯শে সেপ্টেম্বর। প্রজেক্ট স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে https://ampri.res.in/wp-content/uploads/2021/09/Advertisement-no-proj22021.pdf ভিজিট করতে হবে। ইচ্ছুক প্রার্থীরা প্রার্থীরা CSIR- AMPRI-এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। আবেদনপত্রের ভিত্তিতে কর্তৃপক্ষ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড করবেন। শর্ট লিস্টেড প্রার্থীরা এরপর মাইক্রোসফট টিম মারফত ইন্টারভিউ দিতে পারবেন।
কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থী অথবা যারা CSIR-UGC লেকচারশিপ পাশ করেছেন কিংবা যারা গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা আন্তর্জাতিক পিয়ার রিভিউ জার্নালে অন্তত দু’টি পেপার পাবলিশ করেছেন তারা আবেদনের যোগ্য। যদিও বেতন সংক্রান্ত কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠান।
ব্যুরো রিপোর্ট