Market

বিশ্ব অর্থনীতির কাছে ক্রমশই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তাই ক্রিপ্টোকারেন্সিকে মোকাবিলা করার জন্য এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য গোটা বিশ্বকে একসঙ্গে এগিয়ে চলার বার্তা দিলেন তিনি। অতিমারি পরবর্তী বিশ্বে ক্রিপ্টোকারেন্সিকে চ্যালেঞ্জ ছুঁড়ে সমস্ত দেশকে এগিয়ে আসার আহ্বান জানান মোদী। তার জন্য আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের আমূল পরিবর্তনেরও প্রয়োজন আছে বলে মনে করেন।
এখনো পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোনরকম চূড়ান্ত সিদ্ধান্তের পথে হাঁটতে পারেনি মোদী ক্যাবিনেট। তিনি মনে করেন, ক্রিপ্টোকারেন্সি সন্ত্রাসবাদ, আর্থিক চোরাচালানের মত একাধিক দুষ্কর্মের জন্য একটি দারুণ মাধ্যম হয়ে উঠতে পারে। তাই ক্রিপ্টোকারেন্সিকে আশু নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। আর ক্রিপ্টোকারেন্সি যেহেতু প্রযুক্তি নির্ভর, তাই ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রণ শুধুমাত্র একটি দেশের পক্ষে সম্ভব নয়। তার জন্য প্রতিটি দেশকে একসঙ্গে মোকাবিলা করা প্রয়োজন বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ব্যুরো রিপোর্ট