Daily

দেশে ক্রমাগত বাড়ছে ক্রিপ্টোকারেন্সির চাহিদা। কম বিনিয়োগে অধিক লাভের রাস্তায় হাঁটার জন্য ক্রিপ্টোকারেন্সিকেই বেছে নিচ্ছেন বহু বিনিয়োগকারী। এদিকে লক্ষ্য করা যাচ্ছে, বেশ কিছু সপ্তাহ ধরেই বিটকয়েন সহ একাধিক ক্রিপ্টোকারেন্সির দাম পড়তির দিকে। ফলে এইসময় নতুন করে বিনিয়োগের রাস্তায় হাঁটছেন অনেকেই। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলেই তো হলনা। তার জন্য বিনিয়োগকারীদের ভরসা রাখতে হচ্ছে এই সংক্রান্ত বিভিন্ন অ্যাপের ওপর। কিন্তু দেখা যাচ্ছে, এই অ্যাপগুলির অধিকাংশই আসলে ভুয়ো। যারা বিনিয়োগকারীদের ভুল পরামর্শ দিয়ে তাদের বিভ্রান্ত করে আর্থিক প্রতারনাও করছে।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই মুহূর্তে গুগল প্লে স্টোরে মোট ১৭০টির মত ক্রিপ্টোকারেন্সির অ্যাপ রয়েছে। যেখান থেকে একজন বিনিয়োগকারী ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত যাবতীয় তথ্য, উপদেশ পেয়ে লাভবান হতে পারবেন। কিন্তু আদপে ছবিটা একেবারেই উল্টো। জানা গিয়েছে, এই ১৭০টি অ্যাপের মধ্যে অন্তত ২৫টি একেবারে ভুয়ো। ফলে গ্রাহকদের সঙ্গে সরাসরি আর্থিক প্রতারণা করতে পারে তারা। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত নড়েচড়ে বসেছে গুগল। টেক জায়ান্ট এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়ো অ্যাপগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে গুগল। এমনকি চিরকালের মত নিষিদ্ধ করে দেওয়া হতে পারে বলেও খবর পাওয়া গিয়েছে।
কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হল, এই অ্যাপগুলির জনপ্রিয়তা প্রতিদিনই বেড়েছে। এমনকি ভুয়ো অ্যাপগুলির বেশ কিছু রয়েছে টুইটার বা সামাজিক মাধ্যমে অত্যন্ত ট্রেন্ডিং হিসেবে। একটি বিখ্যাত সিকিউরিটি সংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই ৯৩ হাজার মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই অ্যাপগুলি। উপার্জন করেছে ৩৫ লক্ষ মার্কিন ডলার।
ব্যুরো রিপোর্ট