Daily

ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে দরাম করে এখনই দরজা বন্ধ করছে না সরকার। আড় চোখে নয়, ক্রিপ্টোতে বরং ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গিই রাখতে চাইছে সরকার। দেশীয় বাজারে পেমেন্ট বা লেনদেনের মুদ্রা হিসেবে ক্রিপ্টো স্বীকৃতি না পেলেও,দেশীয় সম্পদের তকমা পেতে পারে ক্রিপ্টোকারেন্সি।
তবে এক্ষেত্রে বিনিময় ও প্ল্যাটফর্মগত ভাবে কোম্পানিগুলির সক্রিয় অংশগ্রহণ নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছে, সংশ্লিষ্ট মহলের ওয়াকিবহাল মহল। সম্প্রতি সরকার, ক্রিপ্টোর বাণিজ্য নিয়ন্ত্রণ পথ প্রশস্ত করতে একটি আইনি খসরা চূড়ান্ত করেছে বলে জানা গিয়েছে। সেখানে জানানো হয়েছে, সক্রিয় অংশগ্রহণের অনুমতি ক্রিপ্টো পাবে না। বরং ক্রিপ্টোকারেন্সিগুলিকে ভার্চুয়াল মুদ্রা হিসেবে ব্যবহার নাকচ করা হতে পারে।
যদিও এসবই এখন আলোচনা পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হয়তো এক্ষেত্রে সেবিকে দায়িত্ব দেওয়া হতে পড়ে। আসন্ন শীতকালীন অধিবেশন হয়তো ক্রিপ্টো সংক্রান্ত বিল পেশ করতে পারে বলে জানিয়েছে সরকার।
ব্যুরো রিপোর্ট