Market

শেয়ার মার্কেটের অনিশ্চয়তার পাশাপাশি ক্রমাগত টাকার অবমূল্যায়ন। সবটা মিলিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে চলেছেন অনেকেই। তাই এবার তারা বিনিয়োগের বিকল্প মাধ্যম হিসাবে বেছে নিচ্ছেন বিটকয়েনকে। গত ৩০ দিনের নিরিখে প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিটকয়েন। বিনিয়োগকারীদের ডিজিটাল সম্পত্তির দিকে এতটা আগ্রহ প্রকাশ করার মূল কারণ হিসাবে মনে করা হচ্ছে, শেয়ারের সূচকের হ্রাস পাওয়া। প্রসঙ্গত, গত ১ মাসে মার্কিন শেয়ার সূচক S&P 500 কমেছে ৩ শতাংশ এবং ১ শতাংশ হ্রাস পেয়েছে বিএসই সেনসেক্সের সূচক ।
বিটকয়েনের দামের স্থিতিশীলতার ওপর ভিত্তি করে চলতি সপ্তাহেই প্রায় ৪৫ শতাংশ বেড়েছে ক্রিপ্টো লেনদেনের ভলিউম এবং ক্রিপ্টো লেনদেনকারীর সংখ্যা। ক্রিপ্টো এক্সচেঞ্জ BuyUcoin Bitcoin-Rupee Trading Pair- এর ক্ষেত্রে প্রায় ৩০ শতাংশ বেড়েছে নতুন বিনিয়োগকারীদের সংখ্যা। পিছিয়ে নেই আরেক ক্রিপ্টো এক্সচেঞ্জ Unocoin-ও । সেখানেও লক্ষ্য করা গিয়েছে একই প্রবণতা। সেপ্টেম্বরে, আগস্টের তুলনায় ভালো লেনদেন হয়েছে বলে দাবি তাদের। সেখানে দিনের নিরিখে ভলিউম বেড়েছে ৪০ শতাংশ এবং ইউজার রেজিস্ট্রেশন বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত।
ক্রিপ্টো জগতে প্রবেশের প্রবণতা এত বাড়ার কারণ হিসাবে বিশেষজ্ঞরা মনে করছেন, গত দুই সপ্তাহে এক ডলারের নিরিখে টাকার দর হ্রাস পেয়েছে দুই শতাংশ। আর সেই কারণেই মানুষ বিনিয়োগের বিকল্প পথ বেছে নিতে প্রবেশ করেছেন ক্রিপ্টো জগতে। তবে বিশেষজ্ঞরা এই বিষয়ে আরও জানিয়েছেন, ক্রিপ্টো জগতে লেনদেনের পরিমাণ বেড়েছে এটি একদিকে ভালো সংবাদ হলেও, এই বিনিয়োগের সম্পূর্ণটাই কিন্তু ব্যাপকভাবে ঝুঁকিপূর্ণ । কারণ এই বিনিয়োগের কোনও অংশেই কোনও নিয়ন্ত্রক সংস্থা নেই। তাই বিনিয়োগ করলেও সেটা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই উপদেশই দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ