Market

বিশ্ববাজারে আবারো চোখ রাঙাচ্ছে অপরিশোধিত তেলের দাম। বেড়েছে ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি তেলের মূল্য। ছুঁয়েছে ৮৪ ডলার। তারপরেই আশঙ্কার মেঘ জমেছে ভারতীয়দের কপালে। বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভুগতে হতে পারে দেশের সাধারণ মানুষকে।
এমনিতেই করোনা আবহে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে অর্থনীতি চাঙ্গা রাখতে মরিয়া কেন্দ্র। সামনে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। ভোটের দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে তেলের দাম না বাড়ালেও নির্বাচন মিটলেই জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই এখন খুচরো মূল্যবৃদ্ধির হার একটু বেড়েছে। এই অবস্থায় যদি আবারো তেলের দাম বাড়ে তাহলে চরম দুর্ভোগে পড়তে হবে দেশবাসীকে।
গত নভেম্বর মাসে পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়েছিল কেন্দ্র। তারপর থেকে জ্বালানির দাম অপরিবর্তিতই থেকেছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, বিশ্ব বাজারে তেলের দাম কমলে তার প্রভাব দেশের উপর তেমন পড়ে না। কিন্তু বিশ্ব বাজারে দাম বাড়লে সেই ফল ভুগতে হয় দেশবাসীকে। এখন সেই প্রমাদই গুনছেন সাধারণ মানুষ।
ব্যুরো রিপোর্ট