Daily

গত জানুয়ারি মাসের পর এই বুধবার, আন্তর্জাতিক বাজারে সবচেয়ে কম হল জ্বালানি তেলের দাম। রাশিয়ার সরবরাহ ব্যাহত হওয়ার হুমকি সত্ত্বেও কমলো জ্বালানির দাম। ইউএস বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে, ৮৫ মার্কিন ডলারের নীচে নেমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। আর গ্লোবাল ব্রেন্ট বেঞ্চমার্কের নিরিখে তা ৯০ মার্কিন ডলরের নীচে নেমে গিয়েছে। জানা গিয়েছে এর মূল কারণ হল, ডলারের ঊর্ধ্বগতির সঙ্গে চাহিদার হ্রাস।
বিশ্বের অন্যতম তেল আমদানিকারক দেশ হল চিন। এখন সেই দেশেই ক্রমশ কমছে চাহিদা। মনে করা হচ্ছে চিনের কঠোর করোনা প্রতিরোধী ব্যবস্থাই এর জন্য দায়ী। চেংদু থেকে শেনজেন পর্যন্ত চিনের যে মূল শিল্পাঞ্চল, সেখানেই সেই দেশের প্রধানমন্ত্রী লকডাউন জারি করেছে। এবং সেই লকডাউন আরও সম্প্রসারণ করা হবে বলে মনে করা হচ্ছে। আবার অনেক জায়গায় লকডাউন তুলে নেওয়া হলেও নিয়ন্ত্রন করা হচ্ছে যানবাহন ও লোক চলাচল । এর পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট বাড়িয়েছে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি । মূলত এসব কারণেই কমলো জ্বালানি তেলের দাম।
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা ‘ওপেক’ এবং তার মিত্রদেশগুলি সোমবারই, উত্পাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। মূলত ক্রমহ্রাসমান চাহিদার বাজারে লাভের মুখ দেখার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, আন্তর্জাতিক বাজারে তেলের দাম জানুয়ারির পর সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ায় সেই লাভের রেখা মুছে গিয়েছে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ