Daily

ইয়াসের তান্ডব সহ্য করতে না পেরে জঙ্গল ছেড়ে লোকালয়ে বেরিয়ে এসেছিল বাঘ, এবার কুমির। একে ঘূর্ণিঝড়, তার ওপর ভরা কোটাল। সুন্দরবনের নদ নদী প্লাবিত হয়ে ভাসিয়ে দিয়েছে বহু এলাকা। ইয়াসের দাপট শেষ হবার পর জল ক্রমশ নামতে শুরু করলে দেখা যায় একটি পুকুরে কুমিরটিকে। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর আবাদে।
জানা গিয়েছে, বুধবার থেকেই জলমগ্ন ছিল নদী সংলগ্ন এই এলাকা। শুক্রবার ভাটার সময় জলস্তর নামতে শুরু করলে এলাকাবাসী বিষ্ণু দাসের পুকুরে একটি কুমিরকে ভেসে থাকতে দেখা যায়। বন দপ্তরের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয় লোথিয়ান দ্বীপ ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে। বন দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া কুমিরটি দৈর্ঘ্যে প্রায় সাড়ে ৯ ফুট। লোকালয়ে কুমির ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা