Agriculture news
১৪০ কোটির এই উপমহাদেশের ৭০ শতাংশ মানুষ আজ কৃষি নির্ভর। কৃষিক্ষেত্র ভারতের সুপারপাওয়ার হয়ে ওঠার অন্যতম ব্রহ্মাস্ত্র। আর এই ব্রহ্মাস্ত্র তৈরির অন্যতম কারিগর ইফকো বা ইন্ডিয়ান ফারমারস ফারটিলাইজার কোঅপারেটিভ। ভারতের সবচেয়ে বড় সার উৎপাদক সংস্থা। যে ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়ে, চাষি ভাইদের সঙ্গে কথা বলে, মাটির স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে, প্রপার ট্রেনিং দেওয়া, এমনকি কোন মাটিতে কী সার কতটা পরিমাণে ব্যবহার করা যেতে পারে- এই সবটাই হাতে কলমে শেখাচ্ছে চাষিভাইদের। আজ আমরা পৌঁছে গিয়েছি সটান সেখানেই। কীভাবে শুরু করা যেতে পারে কৃষি নির্ভর স্টার্ট আপ? ইফকোয় কেরিয়ার গড়বেন কিভাবে? কোন সার কীভাবে অ্যাপ্লাই করবেন? ব্ল্যাক মার্কেটিং নিয়েই বা কি বলছেন তারা? আজ শুনব সবটাই। বলবেন ইফকোর ডিজিএম মিঃ স্বপন রয়।
সুজলাং সুফলাং শস্যশ্যামলাং ভারতভূমি। সবুজ নকশিকাঁথার মাঠ, যেখানে কান পাতলেই শোনা যায় ভারতের হৃদস্পন্দন। উষ্ণ চায়ের কাপে চুমুক দেওয়া রিফ্রেশমেন্ট থেকে শুরু করে নরম রেশম কাপড় জড়ানো স্যাটিসফেশন-সমস্তার সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষি। তাই এই কৃষি ক্ষেত্রে দিনকে দিন আরও বদল আনতে নিরলস পরিশ্রম করে চলেছেন কৃষির সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষ। আজ যা নতুন প্রজন্মকে ইন্সপায়ার করে কৃষি নিয়ে কিছু করার। মানে এগ্রি স্টার্ট আপ। কীভাবে সেক্ষেত্রে এগোনো যেতে পারে? তাও কিন্তু জানিয়েছে ইফকো। আপনাদের সেটাই জানাবো আমাদের নেক্সট এপিসোডে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ