Market
এবার শ্রীলঙ্কার মতো দশা হতে পারে আরও ৫০ টিরও বেশি দেশের। ভয়ঙ্কর আর্থিক বিপর্যয়ের ঝড় উঠেছে গোটা বিশ্বে। বিশ্বব্যাপী এক অন্ধকার ভবিষ্যতের হুঁশিয়ারি দিয়েছে ইউনাইটেড নেশন ডেভ্লপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি। বিশ্বের এই দুর্দিনে যদি উন্নত দেশগুলো সাহায্যের হাত না বাড়িয়ে দেয়, তবে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলো ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হবে। গত বৃহস্পতিবার মিশরের শারম আল-শেখে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৭-এ দেওয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দেন ইউএনডিপি প্রধান আচেম স্টেইনার। আর এই বিপর্যয়ের কারণে গোটা বিশ্বের কোটি কোটি মানুষ অর্থনৈতিকভাবে পঙ্গু তো হবেই। তার পাশাপাশি জলবায়ু সংকটেরও অন্যতম প্রধান কারণ হবে এই বিপর্যয়।
কিন্তু বিশ্বব্যাপী এই বিপর্যয়ের কারণ কী? রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই খাদ্য আর জ্বালানির দামে প্রতিযোগিতামূলক মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও জ্বালানি সংকট, মূল্যস্ফীতি এবং সুদের হারের অস্বাভাবিক বৃদ্ধি- এসব কারণে এক অর্থনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে গোটা বিশ্বে। বাংলাদেশসহ বেশ কিছু দেশ বিশ্বব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার ব্যাপারে হন্যে হয়ে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ঋণ নিলেও তা পরিশোধে ব্যর্থ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে ইউএনডিপি প্রধান। আর এই বিষয়টি জলবায়ু মকাবিলার উপর মারাত্মক প্রভাব ফেলবে। ফলে বিশ্বব্যাপী জলবায়ু সমস্যার সমাধান করা, কঠিন হয়ে দাঁড়াবে।
শ্রীলঙ্কাকে উদাহরণ হিসেবে রেখে ইউএনডিপি প্রধান আরও জানান যে, যদি খাদ্য এবং জ্বালানির আরও মূল্যবৃদ্ধি ঘটে, তবে একটি-দুটি নয়, ৫৪ টি দেশে প্রবল সমস্যার মুখে পড়বে। তৈরি হবে সামাজিক এবং অর্থনৈতিক দুরাবস্থা। উন্নত দেশগুলোর সাহায্যও ছাড়া এই সমস্ত দেশের ঘুরে দাঁড়ান এখন কার্যত অসম্ভব। আর এতগুলো দেশের অবস্থা এরকম হয়ে গেলে, বিশ্ব জলবায়ু সংকট আরও প্রকট হয়ে উঠবে বলে মনে করেন ইউএনডিপি প্রধান। আর এই মুহূর্তে দাঁড়িয়ে দেশগুলিকে সুনির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে নগদ অর্থ সরবরাহের পরামর্শ দিচ্ছেন তিনি।
এদিকে জলবায়ু সংকট মোকাবিলায় এবং গ্রিন হাউজ গ্যাস নির্গমনের ব্যাপারে ব্যবস্থা নিতে উন্নয়নশীল দেশগুলকে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেয় উন্নত দেশগুলো। এখন সেই প্রতিশ্রুতি রাখা না হলে সেই দেশগুলো জলবায়ু মোকাবিলার সমস্যা থেকে পিছু হটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ইউএনডিপি প্রধান আচিম স্টেইনার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ