Daily

জীবনযুদ্ধে সমাপ্তি রেখা টানলেন বিশিষ্ট কবি এবং পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ দক্ষিণ কলকাতার বাসভবনে মৃত্যু হয় পরিচালকের। বহুদিন ধরে ভুগছিলেন কিডনির অসুখে। চলছিল ডায়ালিসিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
কিডনির অসুখের জন্য বৃহস্পতিবার তাঁর ডায়ালিসিস হবার কথা ছিল। কিন্তু বুধবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার সকালে তাঁর স্ত্রী বুদ্ধদেব বাবুকে ডাকতে এসে কোন সাড়াশব্দ না পেলে চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসকই তাঁর মৃত্যু সংবাদ দেন।
বিশ্ব দরবারে বাংলা সিনেমাকে পৌঁছে দেবার পিছনে বুদ্ধদেব দাশগুপ্তের ভূমিকা ছিল অন্যতম। তাঁর বেশ কয়েকটি ছবি পেয়েছে জাতীয় পুরস্কার। তাঁর পরিচালিত সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য বাঘ বাহাদুর, কালপুরুষ, চরাচর, দূরত্ব, গৃহযুদ্ধ। শুধু সিনেমা নয়। সাহিত্যজগতেও তাঁর বিচরণ ছিল অবাধ। পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ সিনেমা জগৎ।
ব্যুরো রিপোর্ট