Daily

শেষ লগ্নে শীর্ষ আদালতের রায় কিছুটা স্বস্তি আনলেও, প্রতিটি নিতে বেশ বেগ পেতে হচ্ছে বাজি ব্যবসায়ীদের। হাইকোর্টের রায়ের কঠোরতা কিছুটা লঘু করে এক্কেবারে শেষ মুহূর্তে শীর্ষ আদালত রায় দেওয়ায়, শেষ মুহূর্তে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছেন বাজি ব্যবসায়ীরা।
কলকাতার বাজির মেলা বসার যে রীতি এতদিন ধরে হয়ে আসছিল, এবার সেটা আর সম্ভব নয়। তবে, এই অল্প সময়ের মধ্যে হুগলির জনাই ও পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে কিছু গ্রিন বাজি শহরে নিয়ে এসে শোভাবাজারে একটি কমিউনিটি হল ভাড়া নিয়ে সেখানে কুড়িটি স্টলের একটি বাজি হাব বসবে। এটাই হবে মহানগরীর একমাত্র কেনাবেচার জায়গা। এছাড়া নুঙ্গি সহ অন্যান্য হাবে গ্রিন বাজির কেনাকাটা চলবে।
করোনার কামড়ে গত দু’বছর ধরে রীতিমত ধুঁকছে বাজি ব্যবসা। এইবছর ব্যবসা কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা থাকলেও হাইকোর্টের নির্দেশ তাতে জল ঢেলে দিয়েছে। অবশেষে বহু টালবাহানার পর শীর্ষ আদালতের রায় কিছুটা হলেও আশ্বাস দিচ্ছে তাদের।
ব্যুরো রিপোর্ট