Trending

পরিবেশ নষ্ট করার জন্য দায়ি করা হয় ‘অক্ষয়’ প্লাস্টিককে। যা কিনা বছরের পর বছর ধরে পরিবেশে টিকে থেকে শুধু দূষণের গ্রাফকেই চড়িয়ে দেয়। ফলে প্লাস্টিকের হাত থেকে পরিত্রাণ পাবার উপায় খুঁজছেন বহু বিজ্ঞানিই। কিন্তু কে জানত যে দুধ থেকে সোনা পাওয়া না গেলেও নিরীহ, গোবেচারা এই প্রাণীটিই করতে পারে সেই অসাধ্য সাধন?
সম্প্রতি অস্ট্রিয়ার একদল গবেষক আবিষ্কার করেছেন এমনই এক অদ্ভুত বিষয় যা আমার, আপনার মত সাধারণ মানুষের চোখ তুলে দেবে কপালে। কারণ প্লাস্টিকের থেকে পরিত্রাণ দিতে পারে একমাত্র গরু!
ঠিকই পড়েছেন। এই গরুর পাকস্থলীতে রয়েছে এমনই অণুজীবের দল যা নিঃসৃত উৎসেচক পচন ধরাতে পারে প্লাস্টিকে। আর এই তথ্য যে একেবারে শতাংশ ঠিক তার প্রমাণও দিয়েছেন বিজ্ঞানীরা।
পরীক্ষা করার সময় তিন ধরণের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে পোশাক বা প্যাকেজিং শিল্পের জন্য ব্যবহৃত পলি ইথিলিন টেরেপথালেট, পলি বুটিলিন অ্যাডিপেট থেরেপটালেট এবং পলি ইথিলিন ফুরানোয়েট। এই তিন ধরণের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। দেখা গিয়েছে, প্লাস্টিক নিধন করতে পারছে গরুর রুমেন যা কসাইখানা থেকে নিয়ে আসা হয়েছিল।
বিজ্ঞানীদের দাবি, রুমেন থেকে পাচকরস বার করে বড়সড় ভাবে প্লাস্টিক পচানোর মত কর্মকাণ্ড করা যেতেই পারে। তাঁদের এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ফ্রটিয়ার্স ইন বায়ো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি মাইক্রোবিয়াল কমিউনিটি ম্যাগাজিনে।
ব্যুরো রিপোর্ট