Trending

দেশে সংক্রমণের গ্রাফ এখন অনেকটাই নিচের দিকে। এর জন্য দেশজুড়ে টিকাকরণ খুব গুরু দায়িত্ব পালন করেছে। টিকাকরণ কর্মসূচির সাফল্য নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেছে স্তুতি বাক্য। একদিকে যখন রাজ্যগুলি সংক্রমণ নিয়ন্ত্রণে টিকার আকালের জন্য দুষছিল কেন্দ্রীয় সরকারকে, ঠিক তখনই ৭ জুন মোদি সরকার ঘোষণা করে, ২১ জুন থেকে রাজ্যগুলিকে উৎপাদনকারী সংস্থার থেকে টিকা কিনতে হবেনা। কারণ কেন্দ্রই উৎপাদিত টিকার ৭৫% রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বন্টন করবে।
কেন্দ্রের নয়া ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে টিকা দেওয়ার অনুমোদন দেবে কেন্দ্র। কিন্তু তখন কেন্দ্রের নিয়ম ছিল, উৎপাদিত টিকার ৫০% কিনবে কেন্দ্র এবং ৫০% রাজ্য। সেই নিয়ে অশান্তির পারদও চরমে ওঠে। তারপরেই নতুন ঘোষণা করা হল।
কেন্দ্র বিনামূল্যে টিকা পাঠাবে। যা রাজ্যবাসীর মধ্যে সমানভাবে বন্টন করে দেবে রাজ্য। এরমধ্যে স্বাস্থ্য কর্মী, ৪৫ বছরের বেশি বয়সী এবং কোভিড যোদ্ধাদের এই টিকা দেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলি টিকা উৎপাদনকারীর থেকে সরাসরি ২৫% কিনতে পারবে। সেক্ষেত্রে টিকার দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। এবং সবচেয়ে স্বস্তির বিষয় হল, আগে টিকা নেবার জন্য কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করা হত। এখন আর সেই বাধ্যবাধকতা নেই।
ব্যুরো রিপোর্ট