Daily
একদিকে যখন লাগামছাড়া কোভিড পরিস্থিতির জেরে উদ্বিগ্ন দেশবাসী, ভ্যাকসিন সহ ওষুধ, অক্সিজেনের সংকটে জেরবার আমজনতা তখন গুজরাতের একটি কোভিড সেন্টারের ভরসা গরু! গরুর মূত্রকে ব্যবহার করা হচ্ছে আক্রান্তের শরীর থেকে ভাইরাস ধ্বংস করার জন্য।
উত্তর গুজরাতের বাঁশকাঁথা জেলার তেতোড়া গ্রামের একটি গোয়ালঘরকে কোভিড কেয়ার সেন্টার বানিয়ে রোগীদের সুস্থ করার জন্য চিকিৎসকেরা ব্যবহার করছেন গোমূত্র সহ দুধ এবং ঘি। এই কোভিড সেন্টারের নাম দেওয়া হয়েছে ‘ভেদালক্ষণ পঞ্চগাব্য আয়ুর্বেদ আইসোলেশন সেন্টার’। বর্তমানে এই সেন্টারে চিকিৎসা চলছে সাতজন করোনা রোগীর। অ্যালোপাথির সঙ্গে করোনায় আক্রান্ত ঐ সাত রোগীকে আয়ুর্বেদ চিকিৎসাও করা হচ্ছে। পথ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে গোমূত্র সহ গরুর দুধ এবং আয়ুর্বেদিক ওষুধ।
ইন্ডিয়া টাইমসের সূত্র থেকে জানা গিয়েছে, গত ৫মে রাজারাম গৌশালা আশ্রমের উদ্যোগে এই কোভিড কেয়ার সেন্টার খুলে দেওয়া হয়। তবে এখানে যাদের মৃদু উপসর্গ রয়েছে তাঁদেরকেই ভর্তি করানো হচ্ছে বলে জানান হয়েছে। ব্যবহার করা হচ্ছে আট ধরণের আয়ুর্বেদিক ওষুধ যা তৈরি গোমূত্র, দুধ এবং ঘি থেকে। ‘গৌ তীর্থ’ নামের ওষুধটি বিশেষ ভাবে উল্লেখযোগ্য। সেন্টারটিতে রয়েছেন দুজন কবিরাজ, দু’জন এমবিবিএস ডাক্তার।
ব্যুরো রিপোর্ট