Daily

গোরক্ষায় নয়া বিল পেশ করল অসম বিধানসভা। জানিয়ে দেওয়া হল, মন্দির চত্বরের ৫ কিলোমিটারের মধ্যে গো-মাংস এবং মাংস পণ্য কেনাবেচা করা যাবে না। এমনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঐ বিলে। এবং এই নিষেধাজ্ঞা শুধু হিন্দু মন্দিরের ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে তা নয়। জৈন বা শিখ সম্প্রদায়ের ক্ষেত্রেও বহাল রাখা হবে এই নির্দেশ। ‘অসম গো-সুরক্ষা বিল ২০২১’ নামের এই বিলটি গত সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পেশ করেন।
এই বিলে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে গোহত্যা, গো-মাংস ভক্ষণ এবং অবৈধ গরু পাচারের ওপর কড়া নিয়ন্ত্রণ করা হবে। স্বাভাবিকভাবেই এই বিলের চরম বিরোধীতা করেছেন অসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়া। তাঁর বক্তব্য, এই গোটা বিলটিতেই সমস্যা রয়েছে। কারণ বিলে যে মন্দির চত্বরের ৫ কিলোমিটারের মধ্যে গো-মাংস নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই ৫ কিলোমিটার কিভাবে এবং কোন ভিত্তিতে নির্ধারণ করা হবে? এমনকি সাম্প্রদায়িক উত্তেজনার উস্কানিকেও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলাম তো সরাসরি জানিয়েছেন, মুসলমানদের ভাবাবেগে আঘাত করাই হচ্ছে এই বিলের প্রধান লক্ষ্য।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজস্থান এবং মধ্যপ্রদেশে গাভী হত্যা নিষিদ্ধ রাখা হলেও গো-সুরক্ষা বিলের আওতার বাইরে রয়েছে মোষ। আগেও ১৪ বছরের বেশি বয়সী গো হত্যায় বাধা ছিলনা অসমে। সেদিক থেকে দেখতে গেলে, অসমের এই নয়া গো-সুরক্ষা বিলটি দেশের মধ্যে কার্যত নজির তৈরি করল।
ব্যুরো রিপোর্ট