Daily

গুজরাতের একটি গোয়ালঘরকে কোভিড সেন্টারে বদলে গোমূত্রকে পথ্য হিসাবে ব্যবহার করার খবরে চমকে উঠেছিলেন অনেক চিকিৎসকই। এবার সরাসরি তাঁরা জানিয়ে দিলেন গোমূত্র কতটা অকার্যকরী।
চিকিৎসকদের মতে গোবর শরীরে মাখলে বা গোমূত্র খেলে ভাইরাস নষ্ট হয়না। কারণ করোনা ভাইরাস শরীরে ধ্বংস করে দেবার জন্য গোবর বা গোমূত্রের কোন বৈজ্ঞানিক প্রমাণ বা ভিত্তি নেই। বরং অন্যান্য অসুখ শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।
এদিকে এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাসোসিয়েট ম্যানেজার গৌতম মনিলাল বরিসার দাবি, গোবরজলে স্নান করলে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তিনি নিজেও করোনায় আক্রান্ত হবার পর গোবর এবং গোমূত্র মেখে সুস্থ হয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা বলছেন এসবই অর্থহীন বিশ্বাস। শরীর তো সুস্থ হয়ই না বরং জটিল অসুখের ঝুঁকি থেকেই যায়।
ব্যুরো রিপোর্ট