Market
কমল জিএসটি আদায়ের পরিমাণ। স্পষ্ট হল দ্বিতীয় দফায় করোনার কারণে রাজ্যে রাজ্যে জারি হওয়া আংশিক লক ডাউনের প্রত্যক্ষ প্রভাব। গত মাসের তুলনায় এই মাসে জিএসটি আদায় কম হওয়ায় প্রভাব পড়ল দেশের অর্থনীতিতে। কারণ, টানা আট মাস কেন্দ্রের রাজকোষে পণ্য এবং পরিষেবা কর সংগ্রহের অঙ্ক ১ লক্ষ কোটি টাকার ওপরে থাকলেও এই মাসে কমল কিছুটা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, গেল এপ্রিল মাসে জিএসটি আদায়ের পরিমাণ ছিল ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা। কিন্তু দেখা গেল, গত মাসে তা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ২ হাজার ৭০৯ কোটি টাকা। কারণ হিসেবে উঠে এসেছে লক ডাউনের প্রভাব। দ্বিতীয় ঢেউ ব্যপকভাবে দেশের ওপর আছড়ে পড়ায় কিছু রাজ্য সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়। এবং তার জেরেই জিএসটি বাবদ ঘাটতি নেমে আসে কিছুটা। জানা গিয়েছে, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বাবদ আদায় হয়েছে ১৫ হাজার ১৪ কোটি টাকা। এবং স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বাবদ ১১ হাজার ৬৫৩ কোটি টাকা। এছাড়া ইন্টিগ্রেটেড জিএসটি বাবদ এসেছে ৫৩ হাজার ১৯৯ কোটি টাকা।
দেশে প্রথম যখন মারণ ভাইরাস ঝাঁপিয়ে পড়ে তখন আর্থিক বৃদ্ধির চাকা মাটিতে বসে যায়। এরপর আনলক পর্ব শুরু হলে ক্রমশ ঘুরতে শুরু করে দেশের ইকোনমি। তারপর থেকে একটানা ৮ মাস জিএসটি আদায় ১ লক্ষের ওপর থেকে রেকর্ড তৈরি করেছে। কেন্দ্রীয় পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, এই বছর মে মাসে জিএসটি আদায় কম হলেও ২০২০ সালের মে মাসের থেকে ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ব্যুরো রিপোর্ট