Trending

দিঘার পর দার্জিলিং। এবার শৈল শহর সফর করতে গেলেও প্রয়োজন পড়বে করোনা রিপোর্টের। অর্থাৎ করোনা টেস্টের রিপোর্ট অথবা ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার সার্টিফিকেট দেখাতে পারলে তবেই মিলবে দার্জিলিং সফরে অনুমতি। হোটেলে প্রবেশের অনুমতি পাওয়া যাবে তবেই। এমনই নির্দেশিকা জারি করেছেন জেলাশাসক।
উল্লেখ্য, বাংলায় করোনার প্রভাব কমে এলেও দার্জিলিংয়ে কিন্তু করোনার গ্রাফ এখনও ঊর্ধ্বমুখী। দার্জিলিংয়ে প্রায় প্রতিদিনই ৭০ জন করে কমবেশি আক্রান্ত হচ্ছেন। এদিকে বিধিনিষেধের গেরো একটু আলগা হতেই ভ্রমণপিপাসু মানুষেরা ভিড় জমাচ্ছেন দার্জিলিংয়ে। পরিস্থিতির অবনতি যাতে না হয়, এবার সেই কারণে আরও কড়া পদক্ষেপ নিলেন জেলাশাসক।
জানানো হল, দার্জিলিং পৌঁছনোর ৭২ ঘন্টা আগে করোনা পরীক্ষার রিপোর্ট অথবা ভ্যাকসিনেশনের দুটো ডোজ নেওয়ার সার্টিফিকেট না দেখাতে পারলে কোন পর্যটককে হোটেলে প্রবেশের অনুমতি দেওয়া হবেনা। যথেষ্ট কঠোরভাবেই পালন করা হবে কোভিড বিধি।
ব্যুরো রিপোর্ট