Prime
Daily
করণাবিধি মানতে সংকটে বেসরকারি বাসকর্মীরা
By Business Prime News | May 7, 2021
Daily
সংক্রমণে রাশ টেনে ধরতে একগুচ্ছের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। রাস্তাঘাটে কমেছে যাত্রীসংখ্যা। তারই প্রত্যক্ষ প্রভাব পড়ে এখন সংকটে বেসরকারি বাসের ড্রাইভার, কনডাক্টর সহ পরিবরহন কর্মীরা।
বাসমালিকদের দাবি, করোনা বিধি মানার কারণে বেশ কমে গেছে যাত্রীসংখ্যা। ফলে সারাদিন বাস চালিয়ে যতটুকু ভাড়া উঠছে সেটা দিয়ে ড্রাইভার, খালাসি, কনডাক্টরদের বেতন দেওয়া একরকম অসম্ভব হয়ে পড়ছে। এদিকে বাসের কর্মীরা জানাচ্ছেন, এইভাবে চলতে থাকলে অনাহার দেখা ছাড়া আর কোন পথ নেই। কিভাবে চালাবেন সংসার? কাজের এমন কঠিন পরিস্থিতিতে কেইবা তাঁদের কাজ দেবে? সবমিলিয়ে মহামারি যেন অশনির সংকেত বয়ে এনেছে।
শিবশঙ্কর চ্যাটার্জী, বালুরঘাট