Daily

শিয়রে সংকট! রেকর্ড ভেঙে বল্গাহীন গতিতে ছড়িয়ে পড়ছে করোনা। সমস্ত ভবিষ্যৎ বাণীকে তুড়ি মেরে উড়িয়ে লক্ষ কোটির বাঁধ ভেঙে সংক্রমণের গ্রাফ প্রতিদিনই উর্ধমুখী। গত ১৫ দিন ধরে ভারতে দৈনিক সংক্রমণ ৩ লক্ষের ঘর পেরিয়ে 8 লক্ষও পারের মুখে। চলতি মাসের মাঝামাঝিতে সংক্রমণ পৌঁছবে শীর্ষে। বাড়বে মৃত্যু হার। দাবি বিজ্ঞানীদের।
তবে সংকটের অন্ধকারে টিমটিমে প্রদীপের আলো জ্বলছে এখনো। জুন মাসের মাঝামাঝি থেকে ঘুরতে পারে অবস্থা। দাবি স্বাস্থ বিশেষজ্ঞদের। দৈনিক সংক্রমণ হতে পারে ২০ হাজারের কাছাকাছি। সংখ্যাটা স্বস্তিদায়ক না হলেও সাম্প্রতিক কোভিড পরিস্থিতির সাপেক্ষে আশার আলো তো বটেই!
আই আই টি হায়দরাবাদের অধ্যাপক মুথুকুমাল্লি
বিদ্যাসাগর বলেন, ‘আগামী কয়েকদিনের পরিস্থিতি বেশ জটিল হতে চলেছে। ভাইরাস প্রতিনিয়ত বদলাচ্ছে তার চেহারা। তাই আগেরবার আমাদের অনুমান ভুল প্রমাণিত হয়েছিল।’ একই সুর শোনা গেল আই আই এস সি ব্যাঙ্গালোরের একটি গবেষণা দলের পক্ষ থেকেও।
বেজায় পরিবর্তনশীল ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট। চিন্তায় স্বাস্থ্য বিশেষজ্ঞ সহ বিজ্ঞানীরাও। বিজ্ঞানীদের নয়া গাণিতিক পরিসংখ্যান অনুযায়ী, আগামী ১১ জুনের মধ্যে সারা দেশে মৃতের সংখ্যা ছাড়াবে ৪ লক্ষ। ইতিমধ্যেই যা পেরিয়েছে ২লক্ষের গন্ডি।
ব্যুরো রিপোর্ট