Trending

বর্তমানে বিশ্বজনীন ত্রাসের আরেক নাম করোনা ভাইরাস। যাকে নিয়ে বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার অন্ত নেই। কিভাবে এই ভাইরাস মানবসভ্যতার কাছে অভিশাপ হয়ে নেমে এলো, সেই হদিশ পেতেই এখন মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে বিজ্ঞানীদের। কিন্তু এরই মাঝে পাওয়া গেল এক অবাক করা তথ্য যা চমকে দেবে সাধারণ মানুষকে। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে, করোনা পৃথিবীতে ২ বছর আগে নয় মানুষের জীবনে অভিশাপ হিসেবে নেমে এসেছিল ২০ হাজার বছর আগে!
সে সময় করোনা ত্রাস তৈরি করেছিল মূলত পূর্ব এশিয়ার দেশ যেমন চিন, জাপান এবং ভিয়েতনামে। এবং এই সকল দেশের আধুনিক মানুষের ডিএনএ-তে করোনা সংক্রমণের ছাপ রয়ে গেছে। যা চোখ কপালে তুলে দিয়েছে বিজ্ঞানীদের। এরই সঙ্গে উঠে এসেছে করোনার জিনগত অভিযোজনের কথাও।
বলা হচ্ছে, পূর্ব এশিয়ার এই সকল দেশের মানুষের মধ্যে অন্তত ৪২টি জিনে করোনার ভিন্ন ভিন্ন গোত্রের চিহ্ন মিলেছে। বিজ্ঞানীদের ধারণা, করোনা ভাইরাস আগে যখন সংক্রমিত হয়েছিল তারপর সেখান থেকেই বিবর্তন ঘটেছে এই ভাইরাসের। এই গবেষণার নাম দেওয়া হয়েছে- An ancient viral epidemic involving host coronavirus interacting genes more than 20,000 years ago in East Asia. উল্লেখ্য, কারেন্ট বায়োলজি নামক একটি জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।
অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং লেখক ইয়াসিন সুইলমি এবং রে টবলার এই সুপ্রাচীন কালের করোনা সংক্রমিত ৪২টি জিন নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন। এই গবেষকদের মতে, যদি সকল গবেষণা সফল হয়, তবে ইমিউন রেসপন্স বুঝে ওষুধ প্রস্তুত করতেও অসুবিধা হবেনা গবেষকদের।
ব্যুরো রিপোর্ট