Daily

করোনাতে নাজেহাল দেশ-বিদেশ বিশ্ব। ভারতের ছবিটা এই দুদিন আগেও ঠিক কতটা মর্মান্তিক ছিল, তা তো আমাদের সকলেরই জানা। বঙ্গে সংক্রমণের গ্রাফ কেবলই ছিল উর্ধমুখী। কলকাতা আর উত্তর ২৪ পরগনা জেলাদুটি করোনার আঁতুড়ঘর হয়ে উঠেছিল। তবে হয়তো এবার কিছুটা আশার আলো দেখতে পাবে জেলা দুটো। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন দিলো স্বস্তির খবর।
দীর্ঘ ৫৯ দিনের অপেক্ষায় কমলো করোনা আক্রান্তের সংখ্যা। গত ১৩ই এপ্রিলের পর এই প্রথম কলকাতা ও উত্তর ২৪ পরগনায় নতুন সংক্রমণের সংখ্যাটা ৫০০০ এর গন্ডি পেরোতে পারে নি। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৮৮৩ জন। আর সুস্থ হয়েছেন ৪,৩২১ জন। রাজ্যে আক্টিভ রোগীর সংখ্যা ১৫,১৯২ জন। সুস্থতার হার ৯৭.৮০ শতাংশ। খানিক স্বস্তিতে রাজ্যবাসী।
তবে উত্তর ২৪ পরগনা ও কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্টিভ রোগীর সংখ্যা বেড়েছে, যা গাঢ় করেছে চিকিৎসকদের চিন্তার ভাঁজ। পাশাপাশি উত্তরবঙ্গের জেলা গুলো বাদে অন্য সর্বত্রই কমছে করোনার প্রভাব।
ব্যুরো রিপোর্ট