Daily

ধূমপায়ী মুক্ত বিশ্ব গড়তে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার প্রধান চিকিৎসক জানালেন, করোনায় মৃত্যুর ঝুঁকি থাকবে ধূমপায়ীদের বেশি। ধূমপান বিভিন্ন রোগের উৎস। ক্যানসার, হার্ট এবং ফুসফুসজনিত রোগের জন্য ধূমপান অত্যন্ত ক্ষতিকর।
তিনি বলেছেন, প্রত্যেকটি দেশকে এই উদ্যোগে সামিল হতে। প্রত্যেকটি দেশকে তামাক মুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বানও দেন। তার সঙ্গে সুষম খাদ্যাভ্যাসের কথাও বললেন সংস্থার প্রধান তেদ্রস ঘেব্রেইসাস। একদিকে করোনার দ্বিতীয় ঢেউ যখন কার্যত লণ্ডভণ্ড করে দিয়েছে ভারতের আভ্যন্তরীণ কাঠামোকে, তখন অন্যদিকে হু এর এই নির্দেশ স্বাভাবিকভাবেই বিশ্ববাসীর জন্য হয়ে উঠেছে চ্যালেঞ্জিং।
উল্লেখ্য, দেশে বর্তমানে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশই নিম্নমুখী এবং সুস্থতার হার ঊর্ধ্বমুখী। এই অবস্থায় হু প্রধানের নির্দেশ যে আখেরে মানুষের নিজের জন্যই অত্যন্ত ভালো হতে চলেছে, বলার অপেক্ষা রাখে না।
ব্যুরো রিপোর্ট