Daily

আমেরিকার পর এবার ইংল্যান্ডেও ছাড়পত্র পেল কোভ্যাক্সিন। গত ৩রা নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে করোনা টিকা হিসেবে ছাড়পত্র পাওয়ার পর ভারত বায়টেকের টিকা কোভ্যাক্সিনের জন্য দরজা খুলতে থাকে বিশ্বের একের পর এক দেশ। আর এবার কোভ্যাক্সিনের দুটো ডোজ নেওয়া থাকলে ভারতীয়রা পাড়ি দিতে পারবেন ব্রিটেনেও।
মার্কিন মুলুকের বাইডেন সরকার আগেই গ্রিন সিগন্যাল দিয়েছে কোভ্যাক্সিনকে। এবার সেই একই পথেই হাঁটল ব্রিটেন সরকার। শুধু কোভ্যাক্সিন নয়, চিনের তৈরি আরও দুই ভ্যাক্সিনের অর্থাৎ সিনোভেক ও সিনোফার্ম-এর ক্ষেত্রেও একই নির্দেশ জারি করেছে ব্রিটেন সরকার। আগামী ২২ শে নভেম্বর থেকে এই নিয়ম চালু হবে ব্রিটেনে। এছাড়াও ব্রিটেনের পরিবহন মন্ত্রণালয় তরফে জানানো হয়েছে যে, সম্পূর্ণ ভ্যাক্সিন নেওয়া থাকলে সেলফ কোয়ারান্টিনেরও আর কোনো প্রয়োজন নেই।
ব্যুরো রিপোর্ট