Daily

ডেস্টিনেশন ওয়েডিংয়ে ইতালি, প্যারিস বা মালদ্বীপ? একেবারে কমন! এই দম্পতি তুলে ধরলেন নতুন উদাহরণ। বিয়ে সারলেন মধ্যাকাশে। ভাড়া করলেন পুরো একটা উড়োজাহাজ। উড়ে উড়েই হলো বিয়ে।
করোনার বিধি নিষেধ! সে তো আর মধ্যাকাশে নেই। তাই পরিবার–পরিজন ও আত্মীয়স্বজন নিয়ে মধ্যাকাশেই মহা ধুমধামে মালা বদল করেন তাঁরা। নিমন্ত্রিতদের কারো মুখেই ছিল না মাস্ক। মাদুরাই থেকে বেঙ্গালুরু পর্যন্ত যাওয়ার পথে মধ্যাকাশেই বিয়ের কাজ সারেন তাঁরা। বোয়িং–৭৩৭ মডেলের উড়োজাহাজটিতে বর–কনে ছাড়াও তাঁদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব তো দূর, খালি ছিল না উড়োজাহাজের কোনো আসন । ভারতের তামিলনাড়ু রাজ্যে গত রোববার ঘটনাটি ঘটেছে। ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন।
স্পাইস জেটের এক মুখপাত্র বলেছেন, বিবাহ–পরবর্তী অনুষ্ঠান আয়োজনের কথা বলে ২৩ মে উড়োজাহাজটি ভাড়া করা হয়। উড়োজাহাজে ওঠার পর যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নজরে আসে। এছাড়া উড়াল দেওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের বারবার অনুরোধ করা হলেও তাঁরা তা মানেননি।
ইতিমদ্ধেই মধ্যাকাশে বিয়ের অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের তদন্ত শুরু করেছে ডিজিসিএ।
ব্যুরো রিপোর্ট