Daily

বিবাহবার্ষিকী উদযাপনে আছে অভিনবত্বের ছোঁয়া। সেলিব্রেশনের অজুহাতে নিজের বিবাহ বার্ষিকীতে পুঁতলেন সারি সারি গাছ। দম্পতির এমন উপহারে যেন বেজায় খুশি হয়েছে প্রকৃতি মা।
উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হাপতিয়া গছ সহ বিভিন্ন এলাকা জুড়ে দীর্ঘদিন রাস্তার দুই ধার থেকে গাছ কেটে নিয়ে গেছে দুষ্কৃতীরা। আর তাই নিজের উনিশ তম বিবাহবার্ষিকীতে রাস্তার দুই ধারে একশত গাছ পুঁতে সবুজের শপথ নিলেন সমাজকর্মী তথা কলকাতা পুলিশের কর্মী বাপন দাস তার স্ত্রী শিউলি দাস।
অতিমারির এই প্রবল বিপর্যয়ে মানুষ একটু অক্সিজেনের জন্য হন্যে হয়ে ঘুরছে। কিছু অক্সিজেনের প্রয়োজনীয়তা মেটানোর পাশাপাশি
ছিল সবুজকে বাঁচাবার অঙ্গীকার। দম্পতির এই অভিনব পদক্ষেপ তুলেছে প্রশংসার ঝড়। অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুর