Jobs

বেকার যুবকদের ভাগ্য ফেরাচ্ছে সোলার পার্ক। গুজরাতের কচ্ছের রানেতে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় সোলার পার্ক। গোটা বিষয়টাই দেখছে এনটিপিসি লিমিটেড। যা বহু বেকার যুবকদের কাছে চাকরির পথ খুলে দিচ্ছে। ৪.৭৫ গিগাওয়াটের এই পার্ক গ্রিন হাইড্রোজেন তৈরির আঁতুড় ঘর হয়ে উঠতে পারে।
খাবাদা এবং ভীঘকোট এই দুই গ্রামের মধ্যে সোলার পার্কের প্রোজেক্টটি বাস্তবায়িত হবে। ভারত-পাকিস্তান সীমান্তের কাছেই অবস্থিত এই এলাকা। অনুর্বর জমির উপরেই তৈরি করা হচ্ছে এই সোলার পার্কটি। আর এত বড় প্রোজেক্ট চলার কারণে ইতিমধ্যে বিনিয়োগ আসছে প্রচুর। যার ফলে ভবিষ্যতে বিপুল পরিমাণ টেকনিশিয়ান নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে। পলিটেকনিক এবং আইটিআই পাশ কর্মীদের জন্য দারুণ সুখবর তো বটেই।
ব্যুরো রিপোর্ট