Market
ডিজিটাল ইন্ডিয়া গতি এনেছে দেশের বাণিজ্যক্ষেত্রে। শিল্প থেকে কাজের বাজার সর্বত্রই মিলছে তার সুফল। এই পরিস্থিতিতে দেশের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের মত আরও ৪-৫টি বড় ব্যাঙ্কের গুরুত্ব রয়েছে বলে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি মনে করেন, যেভাবে দ্রুত গতিতে ভারতের অর্থনীতি এগিয়ে চলেছে তাতে করে এসবিআইয়ের মত চার থেকে পাঁচটি ব্যাঙ্কের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মনে করেন, দেশে যেভাবে অর্থনীতি নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তাতে করে ডিজিটালাইজেশনের ব্যপক গুরুত্ব রয়েছে। এমনকি অতিমারি পর্বের পর থেকে ভারতীয় অর্থনীতিকে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। সেক্ষেত্রে প্রয়োজন পড়ছে এসবিাইয়ের মত বড় ব্যাঙ্কের। ফলে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে গ্রাহকদের কাছে পৌঁছে যাওয়া আর সমস্যা তৈরি করবে না।
আর তাই সময়ের সঙ্গে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ব্যাঙ্কগুলিকে পরামর্শ দিয়েছেন প্রযুক্তিগতভাবে আধুনিকীকরণের। তার অন্যতম প্রধান কারণ পণ্য রফতানিতে ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। আর সেই কারণে ভারতে আর্থিক বৃদ্ধির জন্য যেমন প্রয়োজন পড়ছে ডিজিটালাইজেশনের তেমনই এসবিআইয়ের মত ৪-৫টি বড় ব্যাঙ্কের।
ব্যুরো রিপোর্ট