Jobs

ছোট থেকেই সরকারী চাকরি করার ইচ্ছে আছে? সঠিক সুযোগের অপেক্ষা করছেন? কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনাকে দিচ্ছে সেই সুযোগ।
যোগ্যতাঃ ১) জুনিয়র কমার্শিয়াল একজিকিউটিভঃ প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে এগ্রিকালচারে বি.এসসি পাশ করতে হবে। তবে সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় আছে।
২) ম্যানেজমেন্ট ট্রেনি ( মার্কেটিং )ঃ প্রার্থীদের এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট অথবা এগ্রিকালচার সম্বন্ধীয় এমবিএ ডিগ্রি থাকতে হবে।
৩) ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্ট )ঃ ফিনান্স বা এমএমএস বা এম.কম ডিগ্রি অথবা কমার্সের সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
শূন্য পদ ঃ ৯৩ টি ( বিজ্ঞপ্তি অনুযায়ী )
জুনিয়র কমারশিয়াল একজিকিউটিভঃ ৮১ টি
ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং )ঃ ৬১ টি
ম্যানেজমেন্ট ট্রেনি ( অ্যাকাউন্ট)ঃ ৬ টি
বয়সঃ ২০২৩ সালের ২৪ শে জুলাই অনুসারে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ ম্যানেজমেন্ট ট্রেনি ( মার্কেটিং, অ্যাকাউন্ট )ঃ ৩০,০০০ – ১,২০,০০০ টাকা
জুনিয়র কমার্শিয়াল একজিকিউটিভঃ ২২,০০০ – ৯০,০০০ টাকা
গত ২৪ শে জুলাই থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রার্থীরা আগামী ১৩ ই আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। সমস্ত যোগ্য প্রার্থীরা কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া র অফিসিয়াল ওয়েবসাইট cotcorp.org.in এ আবেদন করতে পারবেন। আবেদনের সময় সংক্রান্ত কোন পরিবর্তন এলে তা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ