Trending
অতিমারি আবহে প্রযুক্তিই ভবিষ্যৎ হয়ে উঠছে। জীবনযাত্রায় লেগেছে পরিবর্তনের ছোঁয়া। চার দেয়ালে বন্দি থেকেও অফিস কিংবা পড়াশুনা প্রত্যেক ক্ষেত্রেই প্রযুক্তি বাধ্যতামূলক হয়ে উঠেছে। আর সেই সামঞ্জস্য বজায় রেখেই কর্পোরেট দুনিয়াও মসৃণ কাজের আশায় প্রযুক্তিকেই হাতিয়ার করেছে। ভরসা রাখছে টেকনোলজির জন্য সহায়ক বিভিন্ন মডেলের ওপর। যা এককথায় অফিসের কাজ এবং লাভ দুই দারুণভাবে সম্পন্ন হবে।
গত বছর থেকেই অতিমারির প্রকোপ বাড়তে শুরু করায় টেকনোলজির ওপর নির্ভরশীলতা অনেকটাই বেড়ে যায়। আশা করা হচ্ছে যা ভবিষ্যতে কর্পোরেট দুনিয়াকে দারুণ লাভের জায়গায় নিয়ে যাবে। কর্পোরেটে জগতে প্রবেশ করানোর জন্য এখন ডেটা ভিত্তিক এবং ডেটা অ্যানালিসিস সহ বিভিন্ন প্রার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে জড়িয়ে ফেলা হচ্ছে। এমনকি নিয়োগের আগে উন্নত কোডিং সিমুলেটর, অনলাইন কোডিং সাক্ষাৎকারগুলোর জন্য সফটওয়্যার ডেভেলপার, ডেটা বিশেষজ্ঞ, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড ডেভেলপারদের চাহিদা ব্যপকভাবে বাড়ছে। অর্থাৎ নিয়োগের আগে থেকে নিয়োগের পরবর্তী পর্যায়ের জন্য ভার্চুয়াল মিডিয়ামই হয়ে উঠছে কর্পোরেট দুনিয়ার সবচেয়ে বড় ভরসার জায়গা।
ব্যুরো রিপোর্ট