Daily

ভোটের আবহে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন দলের রাজনৈতিক প্রচার। এর মধ্যেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গতকাল রাজ্যে ৪৫১১ জন একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন । পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। সেই করোনার প্রভাব পরল সল্টলেকের সিজিও কম্প্লেক্স এর ইডির দপ্তরে। দপ্তরের 25 জন আধিকারিকের করোনা পরীক্ষা করা হয়, তাদের মধ্যে সোমবার চারজন আধিকারিকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। প্রত্যেককেই সেল্ফ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরে আক্রান্ত ধরা পড়ায় শুরু হয়েছে বাড়তি সর্তকতা। দপ্তরে প্রবেশে পথে সকলের মুখে মাস্ক চেকিংয়ের পাশাপাশি থার্মাল গান দিয়ে টেম্পারেচার মেপে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেই তবেই ঢুকতে দেওয়া হচ্ছে
সল্টলেক থেকে মনস চৌধুরীর রিপোর্ট