Daily

করোনায় জেরবার ভারত। প্রতিদিনই লাগামছাড়া দেশে সংক্রমণের বহর। একদিকে অক্সিজেন সহ শয্যার হাহাকার আর অন্যদিকে মৃত্যুমিছিল। এমন পরিস্থিতিতে একে একে বন্ধ হয়েছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত রাখতে হয়েছে পরীক্ষাও। এবার সেই তালিকায় যুক্ত হল দেশের প্রথম সারির পরীক্ষা ইউপিএসসি প্রিলিমিনারি।
জানা গিয়েছে, দেশের পরিস্থিতির কথা বিচার করেই বন্ধ রাখা হয়েছে এই সরকারি পরীক্ষা। তবে এই তারিখের পরিবর্তে কবে হবে তারও এক সম্ভাব্য তারিখ জানা গিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষার তারিখ ২৭ জুন রাখা হলেও করোনা পরিস্থিতির জেরে পরীক্ষাটি পিছিয়ে করা হয়েছে আগামী ১০ অক্টোবর। পাশাপাশি পিছিয়ে গিয়েছে পাবলিক সিভিল সার্ভিসের পরীক্ষাও।
ব্যুরো রিপোর্ট