Daily

করোনার থাবা পড়ায় স্থগিত হয়ে গেল আইপিএল। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করায় থমকে গেল আইপিএল। একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ সহ একাধিক দলের ক্রিকেটার এবং সদস্যরা করোনায় আক্রান্ত হন। ইতিমধ্যে ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্র করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, এই মুহূর্তে ৬টি দল করোনায় আক্রান্ত হবার কারণে নিজেদের গুটিয়ে নিয়েছে।
করোনার কারণে পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধ হল আইপিএল। কবে আইপিএলের ম্যাচ শুরু হবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোন খবর পাওয়া যায় নি।
ব্যুরো রিপোর্ট