Daily

প্রোটিজ এনজাইমের প্রয়োগে ঠেকানো যাবে করোনার ভাইরাসের পুনরুৎপাদন। দমানো যাবে সংক্রমণ। করোনা চিকিৎসায় বড়সড় সাফল্য বিজ্ঞানীদের। আপাতত ইন্দুরের শরীরে এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। ফল যে ধনাত্মক হবে তার আশ্বাস দিচ্ছে বিশেষজ্ঞমহল।
সারা বিশ্বে যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়েছে টিকাদান কর্মসূচী। কিন্তু তবুও পিছিয়ে নেই সংক্রমণের গ্রাফ। কাজেই এমন অবস্থায় বিজ্ঞানীদের এই প্রস্তাব প্রানে জল আনল বিশ্ববাসীর। গবেষণায় বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত কিছু প্রাণীর শরীরে প্রোটিজ এনজাইমের একটি প্রতিরোধক জিসি৩৭৬ প্রয়োগ করা হয়। ফলে তাদের ফুসফুসে কমেছে সংক্রমণ, বেড়েছে বেঁচে যাওয়ার প্রবনতা।
গবেষণা বলছে, প্রোটিজ এনজাইমের প্রতিরোধক হচ্ছে একধরনের অ্যান্টিভাইরাল ড্রাগ, যা করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে ভাইরাল এনজাইমের বিস্তার প্রতিরোধ করে। একইসাথে ভাইরাসের পুনরুৎপাদন ঠেকাতে দারুণভাবে সহায়ক। আলফা, বিটা, ডেল্টার পর বাড়ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট-এর দাপট। সফল ভাবে বাজারে এই প্রতিষেধক এসে গেলে যে ঠেকানো যাবে সংক্রমণ, তা বলাই যায়।
ব্যুরো রিপোর্ট