Daily

গ্রাম গঞ্জেও ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ । গতবারের চেয়ে এবছর করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে ।
জেলা স্বাস্থ্য দফতর সূত্র খবর, এখনও অবধি জেলায় মোট ১৪ হাজার ৪৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ইতিমধ্যেই ১৬৬ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দফতরের বুলেটিনে দাবি করা হয়েছে। প্রায় ১৫০০ জন রোগী করোনা পজিটিভ রয়েছেন জেলায়। সুস্থ হয়েছেন প্রায় ১২ হাজার রোগী। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে দুই ভোট প্রার্থীরও মৃত্যু ঘটেছে এই জেলায়।
তবে গতবারের চেয়ে এবারে জেলায় করোনার সংক্রমণ হুহু করে বাড়ছে। রোগীদের পক্ষ থেকে অভিযোগ, যে হাসপাতালে বেড নেই, ফলে চিকিৎসা পরিষেবা পেতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের।ক্রমশ হাসপাতালে প্রতিষেধকের ঘাটতির অভিযোগও সামনে আসছে। যেখানে প্রতিদিন ৩০ হাজার প্রতিষেধক দেওয়ার কথা, সেখানে ১০ দিনে মাত্র ৪০ হাজার প্রতিষেধক দেওয়া হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে । স্বাস্থ্য দফতরের একজন আধিকারিকের বক্তব্য, দিল্লী থেকে পর্যাপ্ত প্রতিষেধক রাজ্যে না আসার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।
কুশল শরিফ, মুর্শিদাবাদ