Prime
Daily
৩ কোটি মানুষ দরিদ্র হয়েছেন করোনার থাবায়
By sanchitabpn21 | September 18, 2021
Daily
প্রায় ৩ কোটি মানুষকে তীব্র অর্থ সংকটের মধ্যে ফেলে দিয়েছে করোনা। বেড়ে গিয়েছে ধনী দেশ এবং গরীব দেশগুলোর মধ্যে শিক্ষা সহ স্বাস্থ্যের বৈষম্য। একইসঙ্গে শিশুদের টিকাদানের হারেও এসেছে হোঁচট। সম্প্রতি এমনই তথ্য উঠে এলো বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পঞ্চম বার্ষিকীর প্রতিবেদনে।
৬৩ পাতার এই প্রতিবেদনে বলা হয়েছে, টিকা তৈরি এবং উৎপাদন সহ জনস্বাস্থ্যের পরিকাঠামোয় দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রয়োজন। সেখানেই বলা হয়েছে, অতিমারী ব্যপক প্রভাব ফেলেছে বিশ্বব্যপী স্বাস্থ্য ব্যবস্থায়। এমনকি বলা হয়েছে, করোনার মোকাবিলা করতে গিয়ে আরো ৩ কোটি ১০ লক্ষ মানুষকে চরম দারিদ্র্যের দিকে চলে যেতে হয়েছে। তৈরি হয়েছে পুষ্টি থেকে শিক্ষা সংক্রান্ত নতুন চ্যালেঞ্জ।
ব্যুরো রিপোর্ট