Daily

উত্তর দিনাজপুর জেলার গর্ব রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে, পর্যটকদের আনাগোনা বন্ধ করে দিল উত্তর দিনাজপুর বনদপ্তর। বর্তমান করোনা অতিমারির আবহে, সংক্রমণ তীব্র হওয়ায় এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন বনদপ্তরের আধিকারিকেরা। কুলিক অভয়ারণ্যে মূলত পরিযায়ী পাখির ভিড় উপচে পড়ে। প্রতি বছর জুন-জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই পরিযায়ী পাখিরা এখানে থাকে । বর্ষা ঋতু জুড়েই এখানে বসবাস করে। এরপর নিজেদের বাচ্চাদের উড়তে শিখিয়ে আবারও উড়ে চলে যায় দূরদেশে।
রায়গঞ্জ ফরেষ্ট ডিভিশনের রেঞ্জার প্রমিকা লামা বলেন, বর্তমান কোভিড পরিস্থিতির জন্য রাজ্য সরকারের নির্দেশ মত, ডিভিশনাল ফরেষ্ট অফিসার নোটিশ জারি করেছেন। মে মাসের ৩ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে কুলিক পাখিরালয়। পর্যটকদের আনাগোনা বন্ধ হওয়ায়, কিছু পর্যটক অখুশি হলেও এ বিষয়ে প্রমিকা লামা বলেন, করোনা সংক্রমণ তীব্র হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে আশা করি পর্যটকদেরই সুরক্ষা হবে। সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শহরের একাধিক পরিবেশ কর্মী। তাদের দাবি, কুলিক পাখিরালয় খোলা থাকলেই পর্যটকদের আনাগোনা বাড়বে, এবং সংক্রমণও বাড়বে।
অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুর